মানব জাতির সূচনা হয়েছিল পিতা আদম (আ.)-এর মাধ্যমে। হাওয়া (আ.)-কে সাথে নিয়ে তিনি এই পৃথিবী আবাদ করেছিলেন। শিক্ষিত মানুষ মাত্রই এটি জানেন। বিশেষত যারা ধর্ম গ্রন্থ পড়েন, তাদের এ সম্পর্কে ধারণা না থেকে পারে না। মানব চরিত্র ও সভ্যতার বুনিয়াদে আদম স্বভাব বইটি এই ঘটনা কেউ উপজীব্য করে রচিত। তবে নিছক গল্পা কারে নয়;বরংমানব জাতির আদি ইতিহাস, সভ্যতার বিকাশ, মানব চরিত্রের রহস্য প্রভৃতি বিষয়ে বিশ্লেষণ মূলক আলোচনা এতে স্থান পেয়েছে। বইটিতে ধর্মীয় উৎস, দার্শনিক বিশ্লেষণ এবং ঐতিহাসিক সূত্রের সমন্বয়ে এসব বিষয়ের একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হয়েছে। বইয়ের বক্তব্য অত্যন্ত সাদামাটা, কিন্তু বিষয়বস্তু ও আলোচনার গভীরতা পাঠকের সামনে ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে। আত্মপরিচয়, মানবচরিত্র ও সভ্যতার শেকড় জানতে আগ্রহীদের জন্য এটি একটি অবশ্য পাঠ্য বই।